ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই স্মরণে জাবিতে অনুষ্ঠিত হবে ‘লাল সন্ধ্যা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ১৪ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেড জুলাইয়ের ও জাস্টিস ফর জুলাই এর উদ্যোগে 'লাল সন্ধ্যা' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাস্টিস ফর জুলাই এর পক্ষ থেকে মুরাদ হোসেন এবং রেড জুলাই এর পক্ষ থেকে সবুজ শেখ এ তথ্য জানান।

অনুষ্ঠানটি বুধবার (১৫ই জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।  অনুষ্ঠানে তথ্যচিত্র প্রদর্শন, কথা, গান, কবিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাইকে মানুষের সামনে তুলে ধরা হবে বলে আয়োজকরা জানান। 

প্রধান আলোচক হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিশেষ আলোচক হিসেবে থাকবেন লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।

এছাড়া আলোচক হিসেবে থাকবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তরুণ নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.  সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, ইতিহাস বিভাগের  অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রমুখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন।

অনুষ্ঠানে ‘কল ফ্রম প্যারাডাইজ, জাহাঙ্গীরনগর টু ঢাকা’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এছাড়া  সংগীত পরিবেশন করবে ইকরা শিল্পীগোষ্ঠী এবং ‘পাপেট বিপ্লব ও পরবর্তী বাস্তবতা’ শীর্ষক নাটক প্রদর্শন করবে জাহাঙ্গীরনগর থিয়েটার-টিএসসি।

এছাড়া ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান প্রদর্শনীর ব্যবস্থা থাকছে।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে শিক্ষার্থী কল্যান ও পরামর্শ কেন্দ্র, জাবি এবং আয়োজনে  রেড জুলাই ও জাস্টিস ফর জুলাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সহায়তায় আল মুসলিম গ্রুপ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি