ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুলি টু’তে উষ্ণতা ছড়াচ্ছেন রাই লক্ষ্মী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৪৪, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের সিনেমা জুলির কথা তো নিশ্চয়ই মনে আছে। সিনেমায় সাহসী ও খোলামেলা দৃশ্যে নেহা ধুপিয়ার অভিনয় ছিল তখন টক অব দ্য বলিউড। এবার সেই ছবিরই সিক্যুয়েল ‘জুলি টু’ আসছে। সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

তবে মুক্তির আগে টিজারেই উষ্ণতা ছড়াচ্ছে জুলি টু। এবার ‘জুলি টু’-তে অভিনয়েও নতুন মুখ। সেই নতুন মুখ নায়িকার সোনা গলানো রঙের চামড়ায় ঢাকা শরীরের বিভিন্ন ঝলক দিয়েই টিজার প্রকাশ করেছে ‘জুলি টু’-এর নির্মাতারা।

এর গল্প, পরিবেশনাও নাকি আরও বেশি উষ্ণ। ছবির নামের সঙ্গেই লেখা হয়েছে, ‘বোল্ড, বিউটিফুল অ্যান্ড ব্লেসড’।

পরিচালক দীপক শিবদিশানির হাত ধরে প্রথমবার বলিউডে পা রাখছেন দক্ষিণী তারকা রাই লক্ষ্মী। ক্যারিয়ারের শুরুতে এই অভিনেত্রীকে লক্ষ্মী রাই নামে চিনত সবাই। পরে নাম বদলে রাই লক্ষ্মী হয়েছেন তিনি। বলিউডে যাত্রা শুরুর পর প্রথম ধাপেই তার সাহসী অথচ সাবলীল ভঙ্গি কিন্তু যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবিটি সিনেমা জগতের অজানা গল্প নিয়ে তৈরি হয়েছে। থাকবে রাজনীতি ও আন্ডারওয়ার্ল্ডের কথাও। ছবিতে রতি অগ্নিহোত্রী, রবি কিষেণ, পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতারা রয়েছেন। সূত্র : জিনিউজ।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি