জুয়েল চাকমার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
প্রকাশিত : ১৮:২১, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০২, ২৮ মার্চ ২০১৭
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধনে ক্রীড়ামোদি ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। অবিলম্বে জুয়েল চাকমার উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। গত রোববার খাগড়াছড়ি পুলিশ লাইন্স এলাকায় সাঁতার প্রতিযোগীতা আয়োজনে গাফিলাতির অভিযোগ তুলে স্থানীয় ক্রীড়া সংস্থার উপর চড়াও হন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমানসহ অন্য অফিসাররা। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে মারধর করেন।
আরও পড়ুন