জেদ্দায় বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত : ১১:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২
জেদ্দায় বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসলাম হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সাদেক আহমেদ।
পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে এই আলোচনা অনুষ্ঠান শুরু হয় এবং স্বাগত বক্তব্য রাখেন সাহা আলম সাফা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, “ভাষা আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি এবং পাকিস্তানের সরকার শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল।”
আলোচকরা আরো বলেন, “ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন জাতীয় চেতনার উদ্ভব হয়েছিল এবং পরে এ চেতনা ধারণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। বক্তারা প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের নাগরিকদের মধ্যে মাতৃভাষা চর্চার গুরুত্ব আরোপ করেন।”
এই বিশেষ আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূইয়া। তাছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামী ফাউন্ডেশন জেদ্দার সভাপতি ও আতরাই ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, আওয়ামী পরিষদের সভাপতি কাজী নওফেল, ফ্রেন্ড অফ বাংলাদেশ এর সভাপতি ওয়াজিউল্লাহ, শ্রমিক লীগ জেদ্দার সভাপতি হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি জমসেদ, সারতাজুল ইসলাম ভিকু, সাজ্জাদুল ইসলাম দীপু সোহেল রানা।
আরএমএ/এসএ/
আরও পড়ুন