জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক ৭ই মার্চ
প্রকাশিত : ২০:২৩, ৭ মার্চ ২০২০
বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ডাকে আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক তথ্য জানতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আলোচনা সভায় এসব কথা বলেন।
শনিবার ৭ই মার্চ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম সচিব কে এম সালাউদ্দিন আহমেদের পরিচালনায় আলোচনা সভায় আগত প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনান কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।
এসময় কনসাল জেনারেল ফয়সল আহমেদ বঙ্গবন্ধুর ৭ই মার্চের আলোকে শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতাঃ অবলম্বন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আগত প্রবাসীদের উদ্দেশ্যে ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সাংবাদিকসহ প্রবাসীগণ উপস্থিত ছিলেন।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেআই/আরকে
আরও পড়ুন