ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:৫০, ৮ জুন ২০১৭

সৌদিআরবের জেদ্দায় প্রবাসীদের সম্মানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট এর মহা পরিচালক মেজর জেনারেল মাসুদ রেজুয়ান পিএসসি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। কাউন্সিলর আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

 অনুষ্ঠানে বোরহান উদ্দিন বলেন, ‘কনস্যুলেট সব সময় প্রবাসীদের সেবায় কাজ করে যাচ্ছে। এ প্রবাসীদের শ্রমের বিনিময়ে উপর্জিত অর্থেই দেশের মুখ উজ্জ্বল হচ্ছে। যার ফলে চলতি অর্থ বছরের ১১ মাসে (জুলাই-মে) এক হাজার ১৫৫ কোটি ৪৮ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

তিনি আরও বলেন, ‘সৌদিআরবের বাংলাদেশি ব্যবসায়ীরা বিভিন্নভাবে সফল হচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে আরও বেশি রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করা সম্ভব হবে।’ ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে আসা সবাইকে কনসুলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে, পবিত্র রমজান মাসের উপর বয়ান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কনস্যুলেটের আইন সহকারী মাওলানা আবু জাহরা। এতে আরো উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম, লেবার কাউন্সিলর আলতাফ হোসেন, কাউন্সিলর ডিপ্লোম্যাটিক আজিজুর রহমান, কনসাল (ভিসা) কামরুজ্জামান , ভাইস-কন্সাল আব্দুল মান্নান, সোনালি ব্যাংক প্রতিনিধি, কনসুলেটের কর্মকর্তা কর্মচারী সহ ইফতার মাহফিলে জেদ্দার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি