ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জেনেভা ক্যাম্প থেকে বোমা আরমান গ্রেপ্তার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৮ নভেম্বর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ৬টি মামলার অন্যতম প্রধান আসামি আরমান ওরফে বোমা আরমান (৪২)’কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম।

ঘটনার বিষয়ে তিনি বলেন, গত পহেলা নভেম্বর মাদক বিক্রয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আরমান ওরফে বোমা আরমান গ্রুপের ছোড়া বোমায় পথচারী রাজসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত রাজ এর খালাতো বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বোমা আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আরমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি