ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জেনে নিন ফেসবুকের নতুন ফিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৬ অক্টোবর ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তার কথা সবারই জানা৷ প্রতি মাসে দুই মিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করেন সাইটটিকে৷ আর সেই জনপ্রয়িতাকে বজায় রাখতেই নয়া ফিচার এনে চলেছে সংস্থা৷ সেভাবেই তালিকায় যোগ হল আরও একটি ফিচার৷ যেটির মাধ্যমে ইউজার ‘ফেসবুক স্টোরি’ তে শেয়ার করা ছবি, ভিডিওতে অ্যাড করতে পারবেন পছন্দের গান৷ সংস্থা জানাচ্ছে, ‘খুব শীঘ্রই নিউজ ফিডেও ফিচারটি পাবেন ইউজাররা৷’

শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি ইউজার নিজের প্রোফাইলের মধ্যেই গান অ্যাড করার সুযোগ পাবেন৷ ইন্সট্রাগ্রামের ইউজাররা ইতিমধ্যেই পেয়েছেন সুবিধাটি৷ একই ধাঁচে ফেসবুকেও কাজ করবে এই মিউজিক ফিচারটি৷

নিজের পছন্দের ছবি অথবা ভিডিও নিয়ে স্টিকার আইকনটিকে ট্যাপ করুন৷ তারপর মিউজিক স্টিকার সিলেক্ট করুন৷ এরপর নিজের পছন্দের গানটি বেছে নিয়ে শেয়ার করুন৷ যেখানে গানের ও শিল্পীর নামও যোগ করার সুযোগও থাকছে৷

অ্যাড করা স্টিকারকে মুভ করা কিংবা অন্যান্য স্টিকার অ্যাড করার অপশনও থাকছে ইউজারদের হাতে৷ ফেসবুক জানিয়েছে, কিছুদিন আগেই (জুনে) ‘লিপ সিঙ্ক লাইভ’ ফিচারটি নিয়ে এসেছে সংস্থা৷ যেটির সুবিধা বিশ্ববাসী পেয়েছেন৷ এছাড়াও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইউজারদের চাহিদাকে গুরুত্ব দিয়ে একাধিক নিত্যনতুন ফিচার নিয়ে এসেছে মার্কিনি এই সংস্থা৷ আর এই নিত্যনতুন ফিচারগুলোই ক্রমাগত আকর্ষণ বাড়াচ্ছে ইউজারদের৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি