ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেংকারি

জেরার মুখোমুখি হচ্ছেন জাকারবার্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১০ এপ্রিল ২০১৮

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেংকারি ইস্যুতে জেরার মুখোমুখি হতে যাচ্ছেন ফেসবুক নির্বাহী মার্ক জাকারবার্গ। স্থানীয় সময় মঙ্গলবার প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ কমিটির শুনানিতে সাক্ষ্য দেবেন তিনি।

এদিন সিনেট কমার্স এবং জুডিশিয়ারি কমিটির সামনে সাক্ষ্য প্রদান শেষে বুধবার হাউজ এনার্জি এবং কমার্স কমিটির যৌথ শুনানিতে হাজির হবেন জাকারবার্গ। ভুয়া খবর পরিবেশন, ব্যবহারকারীদের তথ্যের অমর্যাদা করায় প্রস্তুতিমূলক সাক্ষ্যতে ক্ষমা প্রার্থনা করেন জাকারবার্গ। সোমবার যৌথ কমিটির আইনপ্রণেতাদের সাথে ব্যক্তিগত সাক্ষাতও করেন তিনি। বলেন, এ ক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিৎ ছিলো।

এদিকে, কংগ্রেসনাল শুনানিকে ফেসবুক নির্বাহী গুরুত্ব সহকারে দেখছেন বলে মনে করেন সিনেট কমার্স কমিটির উচ্চপদস্থ ডেমোক্রেট সদস্য বিল নেলসন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি