ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করছে গুয়েতেমালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২০, ২৫ ডিসেম্বর ২০১৭

তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালা। দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পরই তিনি এই নির্দেশ দিয়েছেন।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির বিরুদ্ধে গত সপ্তাহে জাতিসংঘে আনীত প্রস্তাবের বিরোধিতাকারী ৯টি দেশের একটি হচ্ছে গুয়েতেমালা। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিলে সহায়তা বাতিল করা হবে বলে হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেন, ইসরায়েলের রাজধানী থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নিতে গুয়েতেমালার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। তিনি এও বলেছেন যে, দীর্ঘদিন ধরেই গুয়েতেমালা ইসরায়েলের মিত্র।
জেরুজালেম মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সবার কাছেই পবিত্র নগরী হিসেবে স্বীকৃত। এর অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি মুসলমান ও ইসরায়েলের ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর থেকেই ফিলিস্তিনিজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির পশ্চিম তীর, গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে একাধিক ফিলিস্তিনি নিহত ও কয়েক শতাধিক আহত হন।
সূত্র : বিবিসি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি