জেলে পল্লীতে উৎসবের আমেজ
প্রকাশিত : ১২:৩৮, ২৩ জুলাই ২০২৩
সরকারের নিয়মানুযায়ী বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রোববার। মধ্যরাত থেকে শুরু হবে সাগরযাত্রা ও ইলিশ আহরণ। তাই বরগুনাসহ দক্ষিণ উপকূলের জেলেরা সাগর যাত্রার প্রস্তুতি শেষ করেছেন।
দেশের উপকূলীয় অঞ্চলের জেলেরা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। যেন দম ফেরানোর সুযোগ নেই।
জেলে পল্লীগুলোতে উৎসবের আমেজে সমুদ্রযাত্রার প্রস্তুতি চলছে। আজ রাত ১২টার পরপরই মাছ ধরতে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করবেন জেলেরা। এরই মধ্যে অনেকেই এখন ট্রলার ও জাল মেরামতের কাজ শেষ করেছেন। কেউ কেউ ট্রলারে উঠাচ্ছেন জালহ প্রয়োজনীয় উপকরণ।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মহাখুশি জেলেরা। এখন শুধু সময়ের অপেক্ষা। তাদের আশা, গত মৌসুমের মতো এবারও ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে বড় বড় রূপালি ইলিশ। তা বিক্রি করে পরিবারে ফিরবে স্বাচ্ছন্দ্য।
এমন স্বপ্ন নিয়ে সাগর যাত্রার অপেক্ষায় আছেন হাজার হাজার উপকূলীয় অঞ্চলের জেলেরা।
সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম হওয়ায় প্রতিবারের মতো এ বছরও গত ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশ সরকার।
এএইচ
আরও পড়ুন