ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেল পালানো মৃত্যুদণ্ডের আসামি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ২২:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ তানিম (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকা হতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। 

র‍্যাব জানায়, গ্রেপ্তার তানিম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‌্যাব আরও জানায়, নিহত ব্যক্তির সঙ্গে তানিমের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। বিগত ২০১৭ সালে রাজধানীর কাফরুলের একটি এলাকা থেকে তানিম ও তার তিন সহযোগী মিলে নিহত ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণ না পেয়ে তারা ভিকটিমকে হত্যা করে। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গত ০৯/১১/২০২০ তারিখে ধৃত আসামিকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি