ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জেসুসের জোড়া গোলে সিটির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৩১, ১৫ জানুয়ারি ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে জোড়া গোল করলেন গাব্রিয়েল জেসুস। একটি আত্মঘাতী গোল আসে ইংলিশ ডিফেন্ডার কনর কোডির পায়ে লেগে। আর তাতে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

সোমবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। চলতি মৌসুমের প্রথম পর্বে আগস্টে দলটির সঙ্গে ১-১ ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের দশম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় সিটিজেনরা। মাঝমাঠের কাছ থেকে ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্তের লম্বা দুর্দান্ত এক পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে গোলমুখে বল বাড়ান লেরয় সানে। ছুটে এসে ডান পায়ের প্লেসিং শটে বল ঠিকানায় পাঠান জেসুস।

এর পর ম্যাচের ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ব্লুজরা। স্পট কিকে বল ঠিকানায় পাঠিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পর ম্যাচের ৭৮তম মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে বল ইংলিশ ডিফেন্ডার কনর কোডির পায়ে লেগে জালে ঢুকলে জয় নিশ্চিত হয়ে যায় সিটিজেনদের।

এ জয়ে ২২ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৫৩। লিভারপুল ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৮।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি