ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জেসুস-সান্দ্রোর গোলে ব্রাজিলের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৩ অক্টোবর ২০১৮

সৌদি আরবের বিপক্ষে গাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো পেলেন জালের দেখা। ব্রাজিলীয় সেনসেশন নেইমার ম্যাচটিতে কোনো গোল না পেলেও দলের দুটি গোলেই রয়েছে তার অবদান। আর তাদের নৈপুণ্যে প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল।

শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছে তিতের শিষ্যরা। এ ম্যাচের মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি সেরে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ৪৩তম মিনিটে সেলেসাওদের এগিয়ে নেন বিশ্বকাপে ফর্ম হারানো তরুণ স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে লুকাস মউরাকে হতাশ করেন সৌদি গোলরক্ষক। এরপর সময় যত গড়িয়েছে অতিথিদের হতাশা তত বাড়িয়েছেন তিনি। আক্রমণগুলো সব যেন খেই হারাচ্ছিল সৌদি আরবের রক্ষণে গিয়ে।

তবে নেইমারের কর্নার কিক থেকে ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেছেন জুভেন্টাসের লেফটব্যাক আলেক্স সান্দ্রো। ফলে ২-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি