ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জোড়া ফিফটিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১৬:০৮, ২৩ অক্টোবর ২০২২

৪২ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শান মাসুদ

৪২ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শান মাসুদ

দুবাইয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হারে ভারত। একই মাঠে এশিয়া কাপের গ্রুপ ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নেয় টিম ইন্ডিয়া। তবে সুপার ফোরের লড়াইয়ে বাবর আজমরা পুনঃরায় টেক্কা দেয় রোহিত শর্মাদের। 

এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্মুখসমরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মেলবোর্নের মহারণে শেষ হাসি কারা হাসে, সেটাই এখন দেখার।

রোববারের এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে সময়ও নেননি আর্শদ্বীপ সিং। শুরুতেই বাবর আজমকে (০) ফেরানোর পর চতুর্থ ওভারের শেষ বলে ফেরান আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকেও (৪)।

যাতে মাত্র ১৫ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর অবশ্য শুরুর এই জোড়া ধাক্কা সামলে দারুণ এক জুটি বেঁধে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন শান মাসুদ ও ইফতেখার আহমেদ। 

ভারতীয় বোলারদের সামনে জুটির প্রথম পাঁচ ওভারে তেমন বাউন্ডারি না পেলেও ডট কম দিয়ে সিঙ্গেল-ডাবলে জোর দিয়ে ৩৫ রান যোগ করেন দুজনে। এরপর টানা দুই ওভারে ১০ রান করে নিয়ে একাদশ ওভারেই ৭০-এ পৌঁছে দেন দলীয় স্কোর। আর দ্বাদশ ওভার করতে আসা অক্সার প্যাটেলকে তো তিন ছক্কা হাঁকিয়ে ২১ রান তুলে ৩২ বলেই ফিফটি পূরণ করেন ইফতেখার।

যাতে জুটিতে ৪৮ বলেই ৭০ রান তুলে ফেলেন দুজনে। অবশ্য এর পরেই মোহাম্মদ শামির বলে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয় দ্বিতীয় ফিফটি পাওয়া ইফতেখারকে। ফলে ওই ৯১ রানের মাথায়ই তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ৩৪ বলের ইনিংসে ৪টি ছয়ের সঙ্গে দুটি চার মারেন ইফতেখার।

পাকিস্তানের দাপট ছিল ওই পর্যন্তই। ডানহাতি এই ব্যাটার ফিরতেই যেন পাক ইনিংসে ধস নামে আবারও। পরপর আউট হয়ে ফেরেন শাদাব খান (৫), হায়দার আলী (২), মোহাম্মদ নওয়াজ (৯) ও আসিফ আলী (২)। যার ফলে ১২০ রানেই ৭ম উইকেট পতন ঘটে দলটির।

তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও একপ্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি পূরণ করেন ওয়ান ডাউনে নামা শান মাসুদ। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ রানের ইনিংস খেলে। বাঁহাতি এই ব্যাটারের ৪২ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। 

তবে ব্যাট হাতে শেষ দিকে ক্যামিও দেখান শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। মাত্র ৮ বলে একটি করে ছক্কা-চারে ১৬ রান করে আউট হন বাঁহাতি পেসার। আর একটি ছক্কা হাঁকিয়ে ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন রউফ। যাতে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় পাকিস্তান।

ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া ও আর্শদ্বিপ সিং ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া শামি ও ভুবনেশ্বর নেন একটি করে উইকেট।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি