ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জোড়া লাগছে সালমান-ক্যাট সম্পর্ক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হলিউডের হট নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে সুপারস্টার সালমান খানের ব্রেকআপ হয়েছে কয়েক বছর আগে। মধ্যে তারা দুজনই ব্যস্ত থেকেছেন কাজ নিয়ে। সিদ্ধান্ত নিয়েছিলেন একে অপরের সঙ্গে কাজ করবেন না। কাজ করেন নি বহুদিন। কিন্তু চলতি বছর এসে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান দুজনই।

আর তারই ধারাবাহিকতায় বর্তমানে জুটিবদ্ধ হয়ে ‘জিন্দা হ্যায় টাইগার’ ছবির কাজ করছেন সালমান ও কাটরিনা। তবে শুটিংয়ের বাইরেও বেশ ঘনিষ্ঠভাবে ক্যামেরায় ধরা দিয়েছেন এ জুটি। সারাক্ষণই সেটে খুনসুটিতে মেতে থাকেন তারা। এমনও হয়েছে রোমান্টিক দৃশ্যের শুটিং করতে গিয়ে শট ওকে হলেও ঘোর কাটেনি একসময়ের এই যুগলের। তারা রোমান্স করেই গেছেন।

সালমান যেমন পুরোপুরি সহযোগিতা করছেন ক্যাটরিনাকে। ঠিক তেমনি ক্যাটরিনাও সালমাননির্ভর হয়ে গেছেন। শুটিংয়ের বাইরে মাঝে মধ্যেই তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন লং ড্রাইভে। ঝুকিপূর্ণ শটে ক্যাটরিনার জন্য উদ্বেগ জানিয়েছেন সালমান।

সালমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক আবার জোড়া লাগছে সাল্লুর। অন্তত তাদের এ ছবির সেটে দেখলে তেমনটাই মনে হবে। মূলত এ ছবিটি করতে গিয়ে তারা আবার কাছাকাছি এসেছেন। এখন দেখার বিষয় এই সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি অর্থাৎ বিয়ে পর্যন্ত গড়ায় কিনা! নাকি কেবল এই শুটিং সেট পর্যন্তই সীমাবদ্ধ থাকে।
সূত্র : জিনিউজ।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি