জ্বালানি সাশ্রয়কারী সেরা ৯ বাইক
প্রকাশিত : ১৪:১৯, ১৯ নভেম্বর ২০১৮
দুর্দান্ত গতি, রেট্রো স্টাইল, টর্ক, গিয়ার এ সব কিছু ছাড়াও আপনার প্রিয় বাইকটির ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হল জ্বালানির সাশ্রয়। এবার আসুন জেনে নেওয়া যাক জ্বালানি সাশ্রয়কারী সেরা ৯ বাইক সম্পর্কে।
১) হিরো স্প্লেনডর
প্রতি লিটারে ৯৩.২ কিমি যেতে সক্ষম দুর্দান্ত স্টাইলের এই বাইকটি। ৯৭.২ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে। দিল্লির এক্স শো-রুমে দাম শুরু ৪৯,৫৯৮ টাকা থেকে।
২) বাজাজ ডিসকভার ১১০
১১০ সিসির বাইকটি প্রতি লিটারে ৭৬ কিমি যেতে সক্ষম। এই বাইকটির দিল্লির এক্স শো রুমে দাম শুরু হচ্ছে ৫২,৩২৬ টাকা থেকে।
৩) ইয়ামাহা সালুতো আরএক্স
১১০ সিসির মোটরবাইকটি সিঙ্গল সিলিন্ডারের। লো কার্ব ওয়েট বাইকে এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। প্রতি লিটারে ৮২ কিমি যেতে সক্ষম। দিল্লির এক্স শো-রুমে দাম শুরু ৪৯,২২১ টাকা থেকে।
৪) বাজাজ সিটি ১০০
‘মোস্ট ফুয়েল এফিসিয়েন্ট’ বলে এটিকে দাবি করেছে সংস্থা। এক লিটার পেট্রোলে ৮৯.১-৯৯.১ কিমি যেতে সক্ষম দুর্দান্ত স্টাইলের এই বাইকটি। ৯৭.২ সিসির বাইকটি অনেকগুলি রঙে পাওয়া যায়। দিল্লির এক্স শো-রুমে দাম শুরু ৩২,০০০ টাকা থেকে।
৫) টিভিএস ভিক্টর
১১০ সিসির বাইকটি সিঙ্গল সিলিন্ডার, ৩ ভালভ ইঞ্জিন বিশিষ্ট। ৯.৬ বিএইচপি, ৯.৪ এনএম পিক টর্ক-সহ আরও বেশ কিছু ফিচার একে করে তুলেছে অনন্য। প্রতি লিটারে ৭২ কিমি যেতে সক্ষম। দিল্লির এক্স শো রুমে দাম শুরু হচ্ছে ৫৩,২৯৫ টাকা থেকে।
৬) বাজাজ প্লাটিনা ১০০-ইএস
জনপ্রিয় একটি বাইক। সংস্থার সবচেয়ে বিক্রি হওয়া বাইক এটি। প্রতি লিটারে ৯৬.৯ কিলোমিটার যেতে সক্ষম বাইকটি। ১০২ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে। দাম শুরু ৪৭,৪০৫ টাকা থেকে।
৭) হিরো স্প্লেনডর আইথ্রিএস
সংস্থার দাবি, প্রতি লিটারে ১০২.৫ কিলোমিটার যেতে সক্ষম বাইকটি। ৯৭.২ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন ও আইথ্রিএস প্রযুক্তির এই বাইক আক্ষরিক অর্থেই জ্বালানি সাশ্রয়কারী। দাম শুরু ৫৩,৩৫০ টাকা থেকে।
৮) টিভিএস স্পোর্ট
এটি টিভিএসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। প্রতি লিটারে ৯৫ কিমি পর্যন্ত যেতে সক্ষম বাইকটি। ৯৯.৭৭ সিসি, ক্রোম এলিমেন্ট, অ্যালয় হুইলস, ইলেকট্রিক স্টার্ট ইঞ্জিন রয়েছে এতে। দাম শুরু ৪৬,০৫৩ টাকা থেকে।
৯) হিরো এইচএফ ডিলাক্স
এইচএফ ডিলাক্স ও এইচএফ ডন ১০০ সিসির বাইকটি জ্বালানি সাশ্রয়কারী বলেই পরিচিত। ৯৭.২ সিসি সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড বাইকটি লিটার প্রতি ৮৮.৫ কিমি যেতে সক্ষম। দিল্লির এক্স শো-রুমে দাম শুরু ৩৯,৯০০ টাকা।
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএইচ/
আরও পড়ুন