জ্যোতিষী উট বলছে ব্রাজিল জিতবে
প্রকাশিত : ১৭:১৪, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৭:১৫, ১৭ জুন ২০১৮
বাংলাদেশ সময় রোববার রাত ১২ টায় রোস্তভ অন দন স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে এবারের আসরে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। এই ম্যাচে কোন দল জিতবে এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর দিল জ্যোতিষী শাহিন উট। এই উটের মতে আজকের খেলায় ব্রাজিল জিতবে।
যদি এই উটের কথা সত্যি হয় তবে বিশ্বব্যাপী ব্রাজিল ভক্তরা আনন্দিত হবে। শাহিনের সামনে দুটি পতাকা রাখা হয়েছিল। এর মধ্যে ব্রাজিলের পতাকাটি বেছে নেয় শাহিন। যদিও গতম্যাচে আর্জেন্টিনার জয়ের কথা বললেও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এদিকে আজকের খেলায় নেইমার খেলবে কি খেলবেন না এ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। তিতে সুইজারল্যান্ড ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে বলেন, ‘নেইমার এই মুহূর্তে ১০০ ভাগ ফিট নয়। কিন্তু সে শারীরিকভাবে বেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে। তার দ্রুত উন্নতি ঘটছে, যেটা খুবই আশাব্যঞ্জক। ইতোমধ্যে, দলের নেতৃত্ব দেওয়া হয়েছে মার্সেলোকে।
তিতে বলেন, নেইমার যে খেলা থেকে হারিয়েছে তা নয়, তবে এই মুহূর্তে পুরোপুরি ফিট নয়। আমি বলছি, সে খুব দ্রুত সেরে উঠবে এবং যথেষ্ট ভালো খেলবে।
সূত্র: গালফ নিউজ
এমএইচ/