ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জয়পুরহাটের সবজি চাষীরা লাভবান  (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৯, ৫ ডিসেম্বর ২০১৮

সবজি চাষে বরাবরই দেশের মধ্যে সুনাম কুড়িয়েছেন জয়পুরহাটের চাষীরা। তবে পোকামাকড় আর রোগ-বালাইয়ের আক্রমণ বাড়ায় উৎপাদন খরচ যেমন বেড়েছে, তেমনটা বাড়েনি ফলন। এর ফলে উৎপাদিত সবজি বেশি দামে বেচেও লাভবান হচ্ছেননা কৃষকরা।

কৃষক গফুর মিয়া; প্রতিবছরই নিজ জমিতে পরিশ্রম করে বিভিন্ন জাতের সবজি চাষ করেন। এবারও তিনি দুই বিঘা জমিতে ফুল কপি চাষ করেছেন। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ আক্কেলপুরের এই কৃষক।

প্রায় একই অবস্থা অন্যান্য চাষীদেরও। তাদের অভিযোগ, সবজি চাষে খরচ বেশি। সার-কীটনাশকের দাম আর শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বাজারে সবজির দাম ভাল থাকলেও ফলন কম হওয়ায় কৃষকরা সুবিধা করতে পারছেননা।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, কম দামে সবজি কিনে চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।  তাদের পাল্টা দাবি, বেশি দামে কেনা তাই বেশি দামেই বিক্রি।

কৃষি কর্মকর্তারা বলছেন, আগাম সবজিতে ফলন কিছুটা কম আসবেই। তবে আগাম জাতের বীজ বুনলে তা বাড়বে।

জেলায় এ’বছর সবজি চাষ হয়েছে প্রায় তিন হাজার হেক্টর জমিতে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি