ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে আগুনে একই পরিবারের তিনজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:০৩, ৮ নভেম্বর ২০১৮

জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের তিন সদস্য মারা গেছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আরামনগর এলাকার দুলাল হোসেন এর তিন কক্ষ বিশিষ্ট বাড়িতে আগুন লাগে।

নিহতরা হলেন- আরামনগর এলাকার দুলাল হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৬০), তার ছেলে মোমিন আহম্মেদ (৩৫) ও মেয়ে জেএসসি পরিক্ষার্থী বৃষ্টি (১৫)।

বাকি দগ্ধরা হলেন- দুলাল হোসেন ওরফে চান্দু (৬৫), তার জমজ মেয়ে হাসি (১৫), খুশি (১৫), মোমিনের স্ত্রী পরিনা বেগম (৩২), মোমিনের দেড় বছরের ছেলে নূর। তাদের শরীরের প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ পুড়ে গেছে বলে জানান আধুনিক জেলা হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. মফিউর রহমান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাতে মোমেনা বেগম বাসায় রাইস কুকারে রান্না করছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পুরো বাড়ি পুড়ে গিয়ে পরিবারের তিনজন নিহত হন। খবর পেয়ে দুটি ইউনিট মিলে আগুন নিভাতে সক্ষম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি