জয়পুরহাটে চালের দাম বেড়েই চলেছে
প্রকাশিত : ১৩:৩২, ২৮ মে ২০১৭
জয়পুরহাটে বেড়েই চলেছে চালের দাম। নতুন বোরো চাল বাজারে আসলেও দাম না কমায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। এদিকে, ব্যবসায়িরা বলছেন, ধানের সরবরাহ কম আর দাম বেশি হওয়ায় চালের বাজার উর্ধ্বমুখি। তবে, ধানের সরবরাহ বাড়লে চালের দাম স্বাভাবিক হবে বলেও মনে করছেন তারা।
জয়পুরহাট সদরের চকশ্যাম গ্রামের দিনমজুর নজরুল ইসলাম। দোকানে দোকানে ঘুরছেন কম দামে চাল কেনার জন্য। কিন্তু চালের এমন দামে হতাশ তিনি।
শুধু নজরুল ইসলামই নয়, মৌসুমের শুরুতেই চালের উচ্চমূল্যে বিপাকে পড়েছেন অধিকাংশ নিম্ন আয়ের মানুষ।
জয়পুরহাটের বাজারে বর্তমানে চিকন চাল কেজিতে ৪৫ থেকে ৪৬ টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে কেজিতে ৪০ থেকে ৪২ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র অটো রাইসমিলে চাল তৈরী হওয়ায় বাজারে সরবরাহ কম। এছাড়া পাইকারী বাজারেও দাম বেশী হওয়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
এদিকে অসময়ে বৃষ্টি আর বন্যার কারণে কমেছে ধানের সরবরাহ। সেইসাথে সরকার আগাম চাল কেনার সিদ্ধান্ত নেয়ায় এমন পরিস্থিতি বলে জানান মিল মালিক সমিতির এই নেতা।
তবে ধানের সরবরাহ বাড়লে কিছুদিনের মধ্যেই চালের দাম স্বাভাবিক হবে বলেও আশা করছেন তিনি।
আরও পড়ুন