ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়ের জন্য লড়াইয়ে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৩০ আগস্ট ২০১৭

ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথের ১৩০ রানের জুটি বাংলাদেশকে প্রায় ছিটকে দিয়েছিল ম্যাচ জয় থেকেকিন্তু সাকিব আল হাসান এই দুই ব্যাটসম্যানকে তুলে নিয়ে আবারও ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকেএরপর  পিটার হ্যান্ডসকম্বও তাইজুলের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দেওয়ায় আবারও জমে উঠে। এর একটু পরে আবারও এম এস ওয়েডিকে ৪ রানে আটকে দেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব। আর এসি এগারকে শিকারে পরিণত করে খেলার মোড় যেন এখন  বাংলাদেশের দিকে। এগারকে ক্যাচে পরিণত করেন তাইজুল।

এই প্রতিবেদন লেখার সয় ঢাকা টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭০ রান (স্কোর ৭ উইকেটে ১৯৫)। বাংলাদেশের দরকার ৩ উইকেট। বাংলাদেশ কী পারবে অস্ট্রেলিয়ার বাকি ৩ উইকেট দ্রুত তুলে নিতে?

সেঞ্চুরি পূরণ করে সাকিবের বলে এলবির ফাঁদে পড়েন ওয়ার্নার। স্মিথ আউট হয়েছেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েই। এম এস ওয়েডিও সাকিবের এলবির ফাদে পড়েন। আর তাইজুলের বলে হ্যান্ডসকম্বের ক্যাচটি স্লিপে দাঁড়িয়ে দ্বিতীয় প্রচেষ্টায় দারুণভাবে ধরেন সৌম্য। সাকিব চার উইকেট পেয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটি পেয়েই সেটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন ডেভিড ওয়ার্নার। ১৩৫ বলে ১১২ রান করে আউট হন এ অস্ট্রেলীয় ওপেনার। সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে অবশ্য সাকিবের বলে কট বিহাইন্ডের জোরালো আবেদন হয়েছিল। নাকচ হওয়ার পর রিভিউ নিয়েও ব্যর্থ হন সাকিব-মুশফিকরা। দুর্দান্ত এই ইনিংসটি ওয়ার্নার খেলেছেন ১৫টি চার ও একটি ছক্কার মারে।

বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন সাকিব। তাইজুল ২ টি এবং  মিরাজ একটি উইকেট নেন। এই মুহূর্তে উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও কমিন্স।

//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি