ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জয়ে মিশন শুরু করতে চাইছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২৯ আগস্ট ২০২২

টিম বাংলাদেশ

টিম বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আত্মবিশ্বাসের পুরোটা দিয়েই প্রথম ম্যাচে জয় দিয়ে মিশন শুরু করতে চাইছে টাইগাররা। 

অন্যদিকে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে দারুণ সূচনার ধারাবাহিকতা ধরে রাখতে চায় আফগানিস্তান।

আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়া কাপের মিশন শুরু করতে যাচ্ছে টিম বাংলাদেশ। শুরুটা ভালো করতে মুখিয়ে আছে সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনটা মনোযোগ দিয়েই সারল টাইগাররা।

আমিরাতের কন্ডিশনে বাংলাদেশের সাফল্যের হার শূন্য। এছাড়া এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের জয়, চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশকে। আফগানদের বিপক্ষে সাফল্য পাওয়াটা কঠিন হলেও দলের ছন্দতেই মনযোগী টিম বাংলাদেশ। 

ম্যাচ জিততে হলে নিজেদের প্রমাণ দিতে হবে মাঠে। আর তাতে দলীয় পরাফরম্যান্সের বিকল্প নেই। আফগানিস্তানের বিপক্ষে তাইতো একসঙ্গে পারফর্ম করতে চান সাকিব-মুশফিকরা।

এদিকে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়েছে আফগানিস্তান। এই ফরম্যাটে দারুণ খেলছে দলটি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও পূর্ণ পয়েন্টের জন্যই লড়বে তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, সাব্বির রহমান, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: 
হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি