ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয় কিংবা ড্রয়ের চিন্তা করছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩১, ৩০ সেপ্টেম্বর ২০১৭

পচেফস্ট্রম টেস্টে প্রথম ইনিংসের দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা আরও বড় হতে পারতো। তবে হাতে অনেক উইকেট থাকলেও অতদূর যায়নি প্রোটিয়ারা। ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

জবাব দিতে নেমে ৩ উইকেটে ১২৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারী বাংলাদেশ। টাইগাররা এখনও পিছিয়ে ৩৬৯ রানের বড় ব্যবধানে। ফলোঅন এড়াতেও প্রয়োজন ১৭০ রান। সত্যিই কি ম্যাচটা বাঁচাতে পারবে বাংলাদেশ?

দ্বিতীয় দিন শেষে সফরকারী দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমেদ তো জানালেন, ম্যাচ বাঁচানোর দুশ্চিন্তা নাকি মাথাতেই নেই তাদের। বরং জয় কিংবা ড্রয়ের কথাও ভাবছেন তারা!

হার এড়ানো সম্ভব?`-এমন প্রশ্নের জবাবে তাসকিন আত্মবিশ্বাসী কন্ঠে বলেন, `হার এড়ানো সম্ভব কী না? অবশ্যই। আমরা হারের চিন্তা তো একদমই করছি না। যদি জেতা সম্ভব না হয়, তাহলে ড্র করবো ইনশাল্লাহ।`

শুধু তাসকিন নন, বাংলাদেশ ড্রেসিংরুমে কেউই নাকি ফলোঅন কিংবা হারের কথা মাথাতেও আনছেন না। দলের লক্ষ্য মূলত লিড নেওয়ার। `ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ের সময় যতক্ষণ আমি ড্রেসিংরুমে ছিলাম, একবারের জন্যও শুনিনি বা ভাবিনি ফলোঅনের কথা। আমরা চিন্তা করছি, যত লম্বা সময় খেলা যায়। যত বেশি রান করা যায়। লক্ষ্য থাকবে, লিড নেওয়ার। লিড নিতে না পারলেও কাছাকাছি যাওয়ার, যেন দ্বিতীয় ইনিংসে বোলারদের বোলিং করতে সুবিধা হয়।`

 

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি