ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয় দিয়েই নতুন বছর শুরু মায়ামির, মেসির গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ১৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে মাঠে নেমেই গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রি-সিজনের প্রথম ম্যাচেই মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব আমেরিকাকে হারালো মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। মেসির গোল ও শেষ মুহূর্তের নাটকীয়তায় টাইব্রেকারে জয় পায় ইন্টার মায়ামি। আর জয় দিয়ে নতুন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো যাত্রা শুরু করলো মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।

রোববার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। 

ইন্টার মায়ামির প্রথম গোলটা এসেছে দলের বড় তারকার কাছ থেকেই। ম্যাচের ৩৪ মিনিটে সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় মায়ামিই।

যদিও ম্যাচের ৩০তম মিনিটে আগে গোল হজম করে তারাই। ক্লাব আমেরিকার ব্রায়ান রদ্রিগেজ মায়ামি রক্ষণকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং পাস দেন সামনে। স্লাইড করে তাতে পা ছোঁয়ান হেনরি মার্টিন। ক্লাব আমেরিকার লিড ১-০ গোলে। ৩৪ মিনিটেই সমতায় ফেরে ইন্টার মায়ামি। জর্দি আলবার ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছে বাঁধা পেয়ে পড়েছিল লুইস সুয়ারেজের সামনে। সেখান থেকে আলতো চিপ আর মেসির হেড।

ম্যাচের ৫২ মিনিটে মায়ামি ডিফেন্সের হাস্যকর ভুলে আবার লিড নেয় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেয়েস সহজ গোলে ম্যাচের স্কোরশিটে আনেন পরিবর্তন। ম্যাচের ৬৬ মিনিটে তুলে নেয়া হয় মেসি-সুয়ারেজসহ প্রথম একাদশের প্রায় সবাইকে।

ইন্টার মায়ামির হয়ে সমতা আনেন টমাস এভিলস। যোগ করা সময়ে কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে আনেন সমতা। ম্যাচ যায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে প্রথম ৫ শটে দুই দলই মিস করেছে ৩টি করে। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি