জয় পেয়েছে মারিয়া শারোপোভা
প্রকাশিত : ১৪:৩৮, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৭:৫২, ১৬ মে ২০১৭
ইতালিয়ান ওপেন টেনিসে জয় পেয়েছে পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাস জয়ী রাশিয়ার মারিয়া শারোপোভা।
রোমে যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ম্যাকহেলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন রাশিয়ান এ স্বর্ণকেশী। মারিয়া শারাপোভা প্রথম রাউন্ডে ৬-৪ গেমে সহজেই হারান ক্রিস্টিনা ম্যাকহেলকে। এরপর দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাড়াতে চান ম্যাকহেল। কিন্তু শারাপোভার পাওয়ার শট ও প্লেসিংয়ের সামনে কুলিয়ে উঠতে পারেননি। ৬-২ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন এ যুক্তরাষ্ট্রের টেনিস তারকা। এ জয়ে শারাপোভা শীর্ষ ২০০ খেলোয়াড়ের তালিকাতে স্থান করে নিল।