ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জয় বঞ্চিত ম্যাচে ডি ককের বিশ্বরেকর্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২৫ অক্টোবর ২০২২

কুইন্টন ডি কক

কুইন্টন ডি কক

জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটু হলেই জিতে যেত দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেটা হতে দেয়নি বৃষ্টি। প্রকৃতির বাঁধায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আরভিনের দলের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে প্রোটিয়াদের। 

জয় হাতছাড়া হওয়ার এই ম্যাচে অবশ্য সুখস্মৃতি হাতড়ানোর উপলক্ষ্য পেয়েছেন ওপেনার কুইন্টন ডি কক। দারুণ এক বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটার।

হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি। যেখানে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন ক্রেইগ আরভিন। 

ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭৯ রান জড়ো করে বাছাইপর্ব পেরিয়ে আসা দলটি। তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।

ডানহাতি পেসার টেন্ডাই চাতারার করা প্রথম ওভারেই ২৩ রান তোলেন ডি কক। যার প্রথম পাঁচ বলে চার বাউন্ডারির পাশাপাশি একটি ছয় মারেন তারকা এই ব্যাটার। আর শেষ বলে নেন সিঙ্গেল। এর মাধ্যমে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসের প্রথম ওভারে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখালেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। 

এতোদিন এই রেকর্ডটির মালিক ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই ২২ রান করেন অজি এই তারকা ওপেনার।

এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১.১ ওভারের সময় আবারও বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে। ফলে ৭ ওভারে ৬৪ রানের নতুন লক্ষ্য পায় টেম্বা বাভুমার দল। ডি ককের টর্নেডো ব্যাটিংয়ে প্রথম তিন ওভারেই বিনা উইকেটে ৫১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। 

তবে এরপরেই তৃতীয়বারের মতো বৃষ্টি নামলে মাঠে বল গড়ায়নি আর। শেষ পর্যন্ত ১৮ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন ডি কক। আর সমান ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তার দলকে। জিম্বাবুয়ের জন্য অবশ্য এটাই হয়েছে শাপে বর।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি