ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ঝাড়ুতে জাতীয় পতাকা টাঙিয়ে নিরাপত্তা প্রহরী জেলে

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ১৬ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলের বাসাইলে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে নিরাপত্তা প্রহরীকে ১০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহান স্বপ্না এই আদেশ দেন। 

অভিযুক্ত বাসাইল কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদ (৫৪)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা উঠানোর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় জাতীয় পতাকাকে একটি ঝাড়ুতে টাঙিয়ে রাখা হয়।

জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি