ঝিনাইদহে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন মুক্তিযোদ্ধা সাদেক আলী
প্রকাশিত : ১৪:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬
জীবন বাজি রেখে অস্ত্র হাতে যিনি একদিন যুদ্ধ করেছিলেন দেশের জন্য; আজ তিনি বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন। ঝিনাইদহের উত্তর-নারায়ণপুর গ্রামের একটি ঝুপড়ি ঘরে বসবাস তার। সম্পদ বলতে এই ভিটেটুকুই। চিকিৎসার ব্যয় বহনের সাধ্য নেই; তাই অবস্থার অবনতি হচ্ছে দিনে দিনে। হারিয়েছেন কথা বলার শক্তিও।
মুক্তিযোদ্ধা সাদেক আলী। বিনা চিকিৎসায় ১৬ মাস ধরে পড়ে আছেন বিছানায়। এর আগে দু’দফা হাসপাতালে নেয়া হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ফিরে এসছেনে। সরকারের দেয়া ভাতা আর ছেলেদের সহায়তায় কোন রকমে দু’বেলা দু’মুঠো খাবার জোটে।
১৯৭১ সালে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছেন নিজ এলাকায়। সেসময় রাজাকাররা রাস্তায় ফেলে মারধর করে তাকে। সেই থেকে পঙ্গু সাদেক আলী। তবু জীবিকার জন্য কারো মুখাপেক্ষী না হয়ে কিছুদিন মাছের ব্যবসা করেছেন; কাজ করেছেন ট্রাকের হেলপার হিসেবেও। অসহায় এই মুক্তিযোদ্ধার উন্নত চিকিৎসার দাবি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের।
তবে সাদেক আলীর চিকিৎসা নিয়ে আশার কথা শুনালেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার।
আরও পড়ুন