ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মাছ

প্রকাশিত : ১২:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৫, ২৮ মার্চ ২০১৭

ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ঝিনাইদহের মহেশপুরের নস্তি বাওড়ের মাছ। চারদিকে ছড়াচ্ছে মরে ভেসে ওঠা পঁচা মাছের দুর্গন্ধ। মৎস্য কর্মকর্তাদের দেয়া পরামর্শে চুনসহ নানা প্রতিষেধক প্রয়োগ করেও ফল হচ্ছে না। এদিকে বন্যা আর মাছের মড়কে চোখে অন্ধকার দেখছেন মৎস্য চাষীরা। ব্যাংকের ঋণ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। নস্তি বাওড়ের পানিতে এভাবেই ভেসে উঠছে মাছ। ছড়াচ্ছে দুর্গন্ধ। ইফাদ প্রকল্পের আওতায় ১৪৭ একর এই জলাধারে মাছ চাষের উপর নির্ভরশীল ১৩৭টি পরিবার। ব্যাংক থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করেন তারা। গেলো বর্ষায় ভারী বর্ষণে বাওড় থেকে বের হয়ে গেছে বিপুল পরিমান মাছ। এবার ভাইরাসের মড়ক দেখা দেয়ায় দিশেহারা মৎস্য চাষীরা। খবর পেয়ে কয়েকদফা বাওড় ঘুরে দেখেছেন কৃষি কর্মকর্তারা। পরীক্ষা-নিরীক্ষা করে নানা পরামর্শ দিলেও কোনো কাজে আসছে না বলে জানান মাছ চাষীরা। ফসলের মাঠে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার আর অতি বৃষ্টিতে সে পানি বাওড়ে প্রবেশ করার কারণেও এমনটা হতে পারে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তা। ক্ষতি পোষাতে ব্যাংক ঋণের সুদ মওকুফ এবং নতুন করে সহজ শর্তে ঋণ দেয়াসহ সরকারি পৃষ্ঠপোষকতা দাবী করছেন মৎস্যজীবীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি