ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভিডিও

ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবহৃত হচ্ছে ভোলার হাকিমুদ্দিন মির্জাকালু ঘাট

প্রকাশিত : ১৬:১৪, ২১ জুন ২০১৯

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন মির্জাকালু লঞ্চঘাটের পল্টুনটি ৪ মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবহৃত হচ্ছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে কয়েক হাজার যাত্রী। টোল দিয়েও নিম্নমানের সেবা পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

ভোলার দক্ষিণের উপজেলা বোরহানউদ্দিন ও তজুমদ্দিন দুই উপজেলার ব্যস্ততম লঞ্চঘাট হাকিমুদ্দিন মির্জাকালু ঘাট। প্রতিদিন এ ঘাট ছুঁয়ে আসা যাওয়ার করছে ৫টি লঞ্চ। 

কিন্তু ঘাটে এসেই নানা বিড়ম্বনা আর ভোগান্তির মধ্যে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। একমাত্র পল্টুনটি ঝুঁকিপূর্ণ, জীর্ণ দশার কারণে যাত্রীদের পল্টুনের ফ্লোরে বসেই লঞ্চের জন্য অপেক্ষা করতে হয়।

এ অবস্থায় পল্টুন মেরামত বা নতুন করে পল্টুন দেয়ার দাবি জানিয়েছে ঘাট ইজারাদাররা। দ্রত পল্টুনটি মেরামত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিওটিএ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি