ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঝুঁকিপূর্ণ গ্যাস-বিদ্যুত্যের সংযোগ, বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা (ভি)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ১৯ এপ্রিল ২০১৮

বস্তিগুলোতে অগ্নিকাণ্ডের পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনীতিকদের হিসাব-নিকাশ জড়িত বলে মনে করেন বিশ্লেষকরা। আর বস্তিবাসীকে নগর পরিকল্পনার বাইরে রাখায়, ঝুঁকিপূর্ণ গ্যাস-বিদ্যুত্যের সংযোগের কারণে দুর্ঘটনা বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা।

দেশের বিভিন্ন প্রান্তের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে হরহামেশা। এরফলে উচ্ছেদ হচ্ছে বস্তি আর পরবর্তীতে মাথাগোজার ঠাঁই হারায় নিন্মবিত্তের মানুষ।

বস্তির সাথে রাজনীতির যোগসূত্র এবং অর্থ-ক্ষমতার প্রভাব যুক্ত থাকায় অগ্নিকাণ্ডের বেশিরভাগ ঘটনা মনুষ্য সৃষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা।

আর বস্তিগুলোতে অবৈধভাবে গ্যাস- বিদ্যুতের সংযোগ নেয়ার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বলে মনে করেন নগরবিদ ইকবাল হাবিব। ঘিঞ্জি পরিবেশের কারণে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঠিকমতো কাজ করতে পারেন না বলেও জানান তিনি।

সরকারি জমিতে গড়ে উঠা বস্তি উচ্ছেদ করে ছিন্নমূল মানুষের জন্য বহুতল ভবন নির্মাণের পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি