ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝুলে আছে রমনা বটমূলে বোমা হামলা মামলার একটির রায়

প্রকাশিত : ১২:৪৬, ১৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:৩২, ১৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে ২০০১ সালের এই দিনে বোমা হামলার ঘটনায় দু’টি মামলার একটির রায় হলেও ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার। এদিকে, বিভীষিকাময় সেদিনের কথা মনে করে এখনো শিউরে উঠেন শিল্পীরা। ওই ঘটনায় মারা যায় ১০ জন। পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে যখন নতুন দিনের সূর্য রাঙিয়ে দিচ্ছিলো চারদিক, তখন রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের সঙ্গীতায়োজনে মন্ত্রমুগ্ধ সবাই। এমন সময় নারকীয় হামলায় প্রকম্পিত হয়ে উঠে রমনা এলাকা। নিষিদ্ধ হরকাতুল জিহাদ- হুজির হামলায় নতুন বছরের শুরুতেই ঝরে যায় দশটি তাজা প্রাণ। দীর্ঘ তদন্তের পর বিচারের মুখোমুখি করা হয় ঘাতকদের। হুজির শীর্ষ নেতা মুফতি হান্নানের মৃত্যুদন্ডের সাজাও হয়েছে হত্যা মামলায়। মৃত্যুদন্ড নিশ্চিত করতে এ’ মাসেই আপিল শুনানী হবে। তবে, আজো বিচারাধীন বিস্ফোরক মামলাটি। বর্ষবরণের আয়োজনে আর যাতে না পড়ে শ্বাপদের কালো থাবা- সেই প্রত্যাশা প্রতিটি বাঙালীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি