ঝোপঝাড়ে দেখা যাচ্ছে রক্তাক্ত লাশ: রিজভী
প্রকাশিত : ১৫:৪১, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৪২, ২২ অক্টোবর ২০১৮
নির্বাচন সামনে রেখে তরুণ-যুব সমাজকে ভয় পাইয়ে দেয়ার জন্যই দেশজুড়ে আবারও গুপ্তহত্যা শুরু হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, গতকালও নারায়ণগঞ্জে সড়কের পাশে গুলিবিদ্ধ চার যুবক ও উত্তরায় দিয়াবাড়ীর কাশবনে দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। এ ছাড়া সারা দেশে এখন আবারও সড়কের পাশে, নদীর ধারে, ঝোপঝাড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে যুবকদের রক্তাক্ত লাশ। এর সঙ্গে বিচারবহির্ভূত হত্যা তো প্রতিদিন চলছেই।
তিনি আরো বলেছেন, ‘সারা দেশে গুপ্তহত্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে ইনডেমনিটি। কারণ একটাই, একতরফাভাবে নির্বাচন করতে তরুণ-যুবকদের কোনো যেন প্রতিরোধ না হয়। অবৈধ সরকার যাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করবে, তাদেরই লাশ ধানক্ষেত, খালবিলে পড়ে থাকবে।’
আরকে//
আরও পড়ুন