ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঝড়ে বিধ্বস্ত জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার,মেরামত করতে ৪মাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ৫ মে ২০১৭ | আপডেট: ১৮:২৬, ৫ মে ২০১৭

ঝড়ে বিধ্বস্ত আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিধ্বস্ত টাওয়ারের মেরামতের কাজ ৪ মাসের মধ্যে শেষ করা হবে বলে জানালেন বিদ্যুৎ সচিব ড. আহম্মদ কাইকাওয়াস।
শুক্রবার ভৈরবের কালিপুর এলাকায় বিধ্বস্ত টাওয়ারটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিদুৎ সচিব আরও জানান, একটি কোরিয়ান নির্মাণ প্রতিষ্ঠানকে টাওয়ারটি মেরামতের কার্যাদেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে বিধ্বস্ত টাওয়ারটি সরিয়ে ফেলার কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এদিকে টাওয়ার নির্মাণের সময় বিকল্প পথে বিদ্যুৎ সরবরাহের কারণে ওইসব এলাকার গ্রাহকরা কিছুটা লোডশেডিংয়ের শিকার হবেন বলে জানান পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বিরুনী। টাওয়ার পরিদর্শনের সময় পিজিসিবি’র নির্বাহী পরিচালকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি