ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঝড়ো সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ১৮ অক্টোবর ২০১৭

প্রথম ওয়ানতে ব্যাটিংয়ের সুযোগ পাননি ডি ভিলিয়ার্স। আজ সুযোগ পেয়েই এবি ডি ভিলিয়ার্স হাকালেন ঝড়ো এক সেঞ্চুরি। বাংলাদেশি বোলাদের কচুকাটা করে মাত্র ৬৮ বলেই তুলে নিয়েছেন একদিনের ক্রিকেটে নিজের ২৫তম সেঞ্চুরি। তার ব্যাটে চড়ে বিশাল সংগ্রহের দিকেই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রতিবেদন লেখার সময় প্রোটিয়াদের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেটে ২৫৫ রান। ৭৫ বলে ১০৯ রানে ক্রিজে আছেন ডি ভিলিয়ার্স। তার সাথে আছে ৬ রান জেপি মিনি।

ডি ভিলিয়ার্স তিন অঙ্কের দেখা পেলেও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন হাশিম আমলা। ৮৫ রান করে রুবেলের হোসেনের উইকেটরক্ষক মুশফিককে ক্যাচ দিয়েছেন তিনি।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তামিম ইকবাল। বাদ পড়েছেন সাইফুদ্দিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

এমআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি