টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত
প্রকাশিত : ০৮:৫৫, ৩০ মে ২০১৯ | আপডেট: ১২:৩১, ৩০ মে ২০১৯
গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ব্লেড বাবু (২৮) ও নেংড়া নান্নু (৩০) নামে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার দিনগত রাত ১২টার দিকে টঙ্গী ব্রিজের নিচে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি মোবাইল, দুটি সুইচগিয়ার, ছুরি, গ্যাস লাইট ছয়টি, গুলির খোঁসা জব্দ করেছে র্যাব।
নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, প্রথমে ধারণা করা হয়েছিল তারা ডাকাতি করছিল। পরে জানা যায় তারা ছিনতাইকারী।
র্যাব জানিয়েছে, বুধবার রাতে র্যাব-১ এর একটি টহল দল টঙ্গীসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় একদল ছিনতাইকারী টঙ্গী ব্রিজের উপর অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করছিল। পরে র্যাব-১ সদস্যরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে ব্রিজের নিয়ে চলে যায়। এক পর্যায়ে র্যাব সদস্যরা তাদের পিছু নিয়ে ব্রিজের নিচে গেলে ছিনতাইকারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালালে ছিনতাইকারী ব্লেড বাবু ও নেংড়া নান্নু গুলিবিদ্ধ হয় এবং ছিনতাইকারী অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একে//
আরও পড়ুন