ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামী খুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ৯ মে ২০২২

গাজীপুরের টঙ্গীতে পারাবারিক কলহের জেরে স্ত্রীর শীলের (মসলা বাটুনি) আঘাতে স্বামী ফয়সালের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকায় ঘটা এ ঘটনায় ঘাতক স্ত্রী মোরশেদা খাতুনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিহত ফয়সাল সিলেটের রইস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পরিবার নিয়ে দীর্ঘদিন আগে টঙ্গীর আরিচপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন ফয়সাল। পারিবারিক কলহের জেরে সোমবার দুপুরে উত্তেজিত হয়ে হাতের পাশে থাকা শীল দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন স্ত্রী মোরশেদা। তাতেও ফয়সালের মৃত্যু না হলে গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন তার স্ত্রী। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ফয়সালকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্ত্রী মোরশেদাকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ মাসুদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি