ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চেলসি

প্রকাশিত : ১০:২২, ২৫ জানুয়ারি ২০১৯

রুদ্ধশ্বাস জয়ের পরও ফাইনালে যাওয়ার ছাড়পত্র পায়নি চেলসি। কারণ দুই লেগ মিলিয়ে স্কোরলাইন সমান হওয়ায় টাইব্রেকারে ভাগ্য নিষ্পত্তি হয় টটেনহ্যাম-চেলসির৷

বৃহস্পতিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ২-১ গোলে জেতে চেলসি। কিন্তু গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পার তাদের মাঠে ১-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। পরে পেনাল্টি শুটআউট নামক ভাগ্য পরীক্ষায় ৪-২ ব্যবধানে জেতে চেলসি। সেখানে জিতে ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হয়েছে তারা।

ম্যাচের ২৭তম মিনিটে নিজেদের ভুলে গোল খায় টটেনহ্যাম। কর্নার থেকে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়ে যান কন্তে। ফরাসি মিডফিল্ডারের নেওয়া আচমকা জোরালো নিচু শটে বল মুসা সিসোকোর পা-ছুঁয়ে আর্জেন্তাইন গোলরক্ষক পাওলো গাস্সানিরার দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

এর পর ম্যাচের ৩৮তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এডেন হ্যাজার্ড। ডান দিকের বাইলাইন থেকে স্প্যানিশ ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার কাট ব্যাকে বল পেনাল্টি বক্সের কাছে পেয়ে বাঁ-পায়ের শটে গোল করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় টটেনহ্যাম। ম্যাচের ৫০তম মিনিটে বাঁ-দিক থেকে রোজের হেডে ব্যবধান কমান স্প্যানিশ ফরোয়ার্ড লরেন্তে।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ফরাসি ফরোয়ার্ড জিরুদের হেড অল্পের জন্য মিস হওয়ায় ২-১ ম্যাচ জিতে যায় চেলসি৷ কিন্তু দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ হাওয়া টাইব্রেকারে নিষ্পত্তি হয়৷

টাইব্রেকারে চেলসির হয়ে গোল করেন উইলিয়ান, আসপিলিকুয়েতা, জর্জিনিয়ো ও দাভিদ লুইস। টটেনহ্যামের প্রথম দুই শটে বল জালে পাঠান এরিকসেন ও লামেলা। কিন্তু তাদের তৃতীয় শটটি উড়িয়ে দেন ডায়ার। আর লুকাসের শট বাঁ-দিকে ঝাঁপিয়ে রুখে দেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক স্পেনের আরিসাবালাগা।

আগামী ২৪ ফেব্রুয়ারি ফাইনাল, লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। ব্লুজদের প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। যারা প্রথম সেমিতে অ্যালবিওনকে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে এসেছে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি