ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

টসে জিতে ফিল্ডিংয়ে পাঞ্জাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ৬ মে ২০১৮

রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। রাজস্থাকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের জয়ের কোনো বিকল্প নেই।তাই দলটি তাদের সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানা গেছে।এর অংশ হিসেবে তাদের দলে ৩০ বছর বয়সী পেসার আনুরিত সিংয়েরকে নেওয়া হয়েছে।আর এর মাধ্যমে আইপিএল অভিষেক ঘটছে এই পেসারের।

অন্যদিকে জয়ের ধারায় ফিরে আসেত চায় গেইল-রাহুলদের দল কিংস ইলেভেন পাঞ্জাব।পরপর চার ম্যাচে জয় পায় পাঞ্জাব। কিন্তু সর্বশেষ দুই ম্যাচে হারে দলটি।জয়ের ধারায় ফিরতে মরিয়া পাঞ্জাব নিজেদের একাদশে পরিবর্তন এনেছে। দলটি অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বদলে দলে নিয়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যান মনোজ তিওয়ারী।

রাজস্থানের চার বিদেশি খেলোয়াড় হলেন জশ বাটলার, ডি’আরকি শর্ট, বেন স্টোকস এবং জোফরা আর্চার।অন্যদিকে পাঞ্জাবের একাদশে সুযোগ পাওয়া চার বিদেশি হলেন, ক্রিস গেইল, মার্কাস স্টোইনিজ, মুজিবুর রহমান এবং অ্যান্ড্রু টাই।

রাজস্থান একাদশে থাকছেন জশ বাটলার, ডি’আরকি শর্ট, আজিঙ্কা রাহানে, সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাথি, কৃষ্ণাপ্পা গোথাম, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, আনুরিত সিং এবং জয়দেব উনাদকাত।

পাঞ্জাব একাদশে থাকছেন ক্রিস গেইল, লোকেশ রাহুল, করুন নায়ার, মায়াঙ্ক আগারওয়াল, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, আক্ষর প্যাটেল, অঙ্কিত রাজপুত, মার্কাস স্টোইনিজ, মুজিবুর রহমান এবং অ্যান্ড্রু টাই।

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি