ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১১ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৪:২৩, ১১ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস করতে নামেন হাশমতুল্লাহ শাহিদ ও রোহিত শর্মা। 

আফগানিস্তান আগের ম্যাচের একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে। অপরদিকে এক পরিবর্তন রয়েছে ভারতের একাদশে। অশ্বিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর।  

তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ঘরের মাঠে বিশ্বকাপে নেমে শক্তিমত্তার জানান দিয়েছে ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন টিম ইন্ডিয়া। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে হারের রেকর্ড নাই ভারতের। এই ম্যাচেও সেই ধারা অব্যহত রাখতে চায় আয়োজকরা। 

এদিকে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও এই ম্যাচে চমক দেখানোর অপেক্ষায় আফগানরা। আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করতে মুখিয়ে রশিদ-মুজিবরা।

আফগানিস্তান একাদশ
রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি