ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টসে জিতে ব্যাটে দক্ষিণ আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৫৩, ৫ জানুয়ারি ২০১৮

যে ক্রিকেটার পারফর্ম করবে দল জায়গা দেবে তাঁকেই। ২২ গজে পারফর্ম না-করলে প্যাভিলিয়নে বসতে হবে, মাঠে নামা যাবে একমাত্র বদলি হিসবেই। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অজিঙ্কা রাহানেকে বসিয়ে দলে রোহিত শর্মাকে জায়গা করে দিয়ে এই বার্তাই দিলেন ভারত অধিনায়ক। বিরাটের দলে জায়গা পেলেন না সহ-অধিনায়কই। শ্রীলঙ্কা সিরিজে রাহানের অফফর্মের কারণেই ইনফর্ম রোহিতকে দলে এনেছেন বিরাট। ইশান্ত শর্মাকেও দলে রাখেননি ক্যাপ্টেন কোহলি। কার্যত চমক দিয়েই দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেক করছেন তরুণ তারকা যশপ্রীত বুমরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে আছেন- শিখর ধাওয়ান, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ।

কেপটাউনের নিউল্যান্ডস থেকেই এবারের আফ্রিকা অভিযান শুরু করছে বিরাট ব্রিগেড। সিংহরে দেশে গিয়ে ‘সিংহ’রা আদতে কতটা গর্জন করতে পারেন সে দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। বিশ্বের এক নম্বর বনাম দুই নম্বরের লড়াই। প্রত্যয়ী ভারত কোচ রবি শাস্ত্রী যদিও বলছেন, ‘এটা কঠিন চ্যালেঞ্জ আবার এটাই শ্রেষ্ঠ সুযোগ।’

উল্লেখ্য, কেপটাউনে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গান্ধী-ম্যন্ডেলা ট্রফির আয়োজনকারী দেশ দক্ষিণ আফ্রিকা।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি