ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টসে জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৪ জুলাই ২০১৮

ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। লন্ডনের লর্ডস স্টেডিয়ামের এই ম্যাচে এখন পর্যন্ত ১০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৬৯ রান।

স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হওয়া এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে ব্যাটিং শুরু করেন ওপেনার জ্যাসন রয়। সাথে ছিলেন জনি বেয়ারস্টো।

৩১ বলে ৩০ রান করে অপরাজিত আছেন জ্যাসন। আর ২৯ বলে ৩৮ রান করে অপরাজিত আছেন জনি।

ভারতের হয়ে বোলিং করে উমেশ ইয়াদাব ২ ওভারে দেন ১৩ রান। সিদ্ধান্ত কল ৫ ওভারে দেন ৩০ রান। এছাড়াও হার্দিক পান্ডিয়া ২ ওভারে ২১ রান এবং চাহাল ১ ওভারে ৪ রান দেন।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত।

সূত্র: ওয়ান ইন্ডিয়া।

//এস এইচ এস//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি