ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:০৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের ট্রফি নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করবে টাইগাররা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের চলতি আসরে দ্বিতীয় বারের মত সাক্ষাত হচ্ছে দুই দলের। প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায়।

তবে আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে সাকিব তামিম বিহীন বাংলাদেশ কতটুকু ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয়।

একটা সময়ে ভারত-পাকিস্তান ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই উত্তেজনা এখন আর নেই। ক্রিকেটে বাংলাদেশের ক্রমাগত উত্থানের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় লড়াই হয়ে উঠেছে এশিয়ার সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচ।

তামিমের জায়গায় টানা তিন ম্যাচে সুযোগ দেয়া হয়েছিল তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে। তিন ম্যাচেই ব্যর্থ তিনি। আরেক ওপেনার লিটন দাসও প্রত্যাশিত শুরু এনে দিতে পারছেন না।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, জুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি