ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ১২ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।

লক্ষ্ণীর ভারতরত্ন অটন বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করার আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকাকে।

ফেভারিটের তকমা নিয়েই বিশ্বকাপে এসে শুরুটা স্বপ্নের মতো করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জিতেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে সেরা ফর্মে রয়েছেন কুইন্টেন ডি-কক, এডিন মার্করাম, ভ্যান-ডার-ডুসেনরা। 

তাদের সাথে বোলিংয়েও রসায়ন দারুণ জমিয়েছেন কেশভ মাহারাজ-কাগিসো রাবাডারা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই পারফরম্যান্সে ধরে রাখতে চায় তারা। 

এদিকে, ষষ্ঠ শিরোপ জয়ের লক্ষ্য নিয়ে ভারতে আসলেও শুরুতেই হোঁচট খেয়েছে আস্ট্রেলিয়া। ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া প্যাট কামিন্সের দল।

এখন পর্যন্ত ১০৮ ওয়ানডেতে দু’দলের মুখোমুখি লড়াইয়ে ৫০ জয় অস্ট্রেলিয়ার আর ৫৪ জয় দক্ষিণ আফ্রিকার। ২০১৬ থেকে ২০ দেখায় ১৫ বারই জিতেছে প্রোটিয়ারা। বিশ্বকাপে অবশ্য এগিয়ে অজিরা। ৫ দেখায় ৩ জয় তাদের।

অস্ট্রেলিয়ার একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি