ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ৪ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

এশিয়া কাপে নবাগত নেপাল প্রথম ম্যাচ খেলেছিলো পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ২৩৮ রানে হারের পর আরও একটি শক্তিশালী ভারতের মুখোমুখি নেপাল। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে। এরইমধ্যে টসে জিতে নেপালকে ব্যাটিং  পাঠিয়েছে ভারত। 

ভারতের জসপ্রিত বুমরাহ পূত্র সন্তানের পিতা হয়েছেন। এ কারণে তিনি নেই। তার পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন পেসার মোহাম্মদ শামি।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

নেপাল একাদশ

কুশল বুর্তেল, আসিফ শেখ, রোহিত পাউডেল, সম্পাল কামি, গুলশান ঝা, ভিম শার্কি, দিপেন্দ্র সিং আইরে, কুশল মাল্লা., সন্দিপ লামিচানে, করন কেসি এবং ললিত রাজবংশি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি