ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ১০ জুলাই ২০২২ | আপডেট: ২২:২৮, ১০ জুলাই ২০২২

গায়ানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়াডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪১ ওভারে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন। বাকিরা ৮ ওভার করে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরুর নির্ধারিত থাকলেও ২ ঘণ্টা ১৫ মিনিট পর বল মাঠে গড়াবে। অর্থাৎ খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে।

টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সফরে কোনো ফরম্যাটেই এখনো জয় পায়নি বাংলাদেশ। সফরের শেষটা ভালো করতে মুখিয়ে অতিথিরা। 

শুরুতেই দারুণ সূচনা পেয়েছে টাইগাররা। নিজের প্রথম বলেই উইন্ডিজদের ইনিংসে হানা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। শূন্য রানে ফিরিয়ে দিয়েছেন শাই হোপকে। ঠিক পরের ওভারে নাসুম আহমেদ সামার ব্রুকসকে লেগ বিফোরের ফাঁদে ফেললেও রিভিউ নিয়ে বেঁচে গেছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৫ রান।

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি