ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২৩ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।  আফগানিস্তানের বিপক্ষে কষ্টের জয় নিয়ে পাকিস্তান সুপার ফোরের যাত্রা শুরু করলেও ভারতের যাত্রা হয়েছে খুব সুখকর। শক্তিশালী বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করে দলটি।

তাই আজকের ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করতে চায় দুই দলের অধিনায়কই। এরই লক্ষ্যে মাঠে নামছে পাকিস্তান-ভারতের ক্রিকেটাররা। এদিকে দুই দলের প্রথম লড়াইয়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারায় ভারত।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু,ধোনি, দিনেশ কার্ত্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যাসপ্রিট বুমরাহ এবং যুভেন্দ্রা চাহাল।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমামুল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলী, শাদব কান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, মোহাম্মদ আমির এবং শাহীন আফ্রিদি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি