ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ৩১ অক্টোবর ২০২৩

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব-আল হাসান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস করতে নামেন বাবর আজম ও সাকিব আল হাসান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ অধিনায়ক

বিশ্বকাপের স্বপ্ন অনেকটা শেষ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা এখনো টিকে আছে বাংলাদেশের। এর জন্য থাকতে হবে সেরা সাতে। সেক্ষেত্রে বাকি ৩ ম্যাচের ২টিতে জিততেই হবে সাকিব বাহিনীকে। 

তাই পাকিস্তানের বিপক্ষে জয়েই চোখ বাংলাদেশের। 

এদিকে ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেও অফফর্মের জন্য একের পর এক হারে ভঙ্গুর দলে পরিণত হয়েছে পাকিস্তান। ৬ ম্যাচে ২ জয়ে টেবিলের ৬ নম্বরে রয়েছে বাবর আজমের দল। বিশ্বকাপের সেরা চারে জায়গা করে নিতে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি