ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ২ নভেম্বর ২০২৩

ভারতের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

বৃহস্পতিবার দুপুরে মুম্বায়ের উয়াংখেরা স্টেডিয়ামে টস করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মেন্ডিস।

ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে এখন পর্যন্ত শতভাগ সফল ভারত। সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেছে রোহিত বাহিনীর। ওপেনিংয়ে বা মিডল অর্ডার, ব্যালিংয়ে আলো ছড়াচ্ছেন সাবাই। পেইস ডিপার্টমেন্টের সাথে স্পিনের রসায়নটাও দুর্দান্ত। 

শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থাকলেও ছন্দে থাকা দলটি নিয়ে কোনো পরীক্ষা-নীরিক্ষায় যেতে চায় না ভারতীয় কোচ রাহুল দ্রাভির। 

এদিকে, ইনজুরি বিধ্বস্ত দল নিয়ে বিশ্বকাপে এসে প্রথম থেকেই ব্যকফুটে লঙ্কানরা। এরই মধ্যেম তিনটি বদলও আনতে বাধ্য হয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট। ছয় ম্যাচে মাত্র দুই জয়ে বাদ পড়ার শঙ্কায় ৯৬র’ চ্যাম্পিয়নরা।

তবে বিশ্বকাপ মঞ্চে সমান অবস্থায় আছে ভারত ও শ্রীলংকা। ৯ বারের লড়াইয়ে সমান ৪ বার করে জিতেছে দু’দল। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে শেষবারের মত ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। ফাইনালের সেই ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ১০ উইকেটের জয় পেয়েছিল ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, ডুমিথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দুশান হেমন্ত, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুসমন্থ চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি